শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
সেন্টার ফর সোসাল স্টাডিজ বাংলাদেশ আয়োজিত ‘ বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জন মালিকানা’ শীর্ষক সেমিনার আজ ২২ আগস্ট সকাল ১০টায় জাতীয প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সিএসআরবি’র চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারসম্যান প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমনিারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বিএনপি’র ভাইসচেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও কবি আবদুল হাই শিকদার। মূলপ্রবন্ধ প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী।