শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের বিচার এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অন্তরগত রমনা জোনের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মালিবাগ শহীদি মসজিদের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অন্তরগত রমনা জোনের উদ্যোগে স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের বিচার এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
জোন পরিচালক মুন্সী মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও হাতিরঝিল থানা সাধারণ সম্পাদক আফসার উদ্দিন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, সহসাধারণ সম্পাদক মুফতী সাইফুল হক, মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগরীর নির্বাহী সদস্য জনাব মোঃ শাহাবুদ্দিন, দেওয়ান আফসার মাহমুদ শোয়েব,রমনা থানা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, রামপুরা থানা সভাপতি মাওলানা শওকত জামিল, খিলগাঁও থানা সভাপতি ড.মাওলানা মারুফ বিল্লাহ, রমনা থানার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান প্রমূখ।
মিছিলটি শহীদি মসজিদ থেকে শুরু হয়ে আবুল হোটেল ঘুরে মালিবাগ রেলগেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।