শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এডভোকেট ফেরদৌস আহমদের ইন্তেকালে

খেলাফত মজলিসের শোক প্রকাশ

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৪: খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, প্রখ্যাত আইনজীবী চট্টগ্রাম বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফেরদৌস আহমদ আজ ২১ সেপ্টেম্বর রাত ৮টায় নগরীর চন্দরপুরাস্থ নিজ বাসভাবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। আগামীকাল ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম প্যারেড ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে।

শোক: খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি চট্টগ্রাম বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফেরদৌস আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম এডভোকেট ফেরদৌস আহমদ খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দেশ ও ইসলামের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি বীরোচিত ভূমিকা পালন করেন। নেতৃদ্বয় মরহুম এডভোকেট ফেরদৌস আহমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরো পড়ুন ...