শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
আলহামদুলিল্লাহ। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। আজ বিকালে উনাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আজ সন্ধ্যায় খুলনা পৌঁছে মাগরিবের নামাজের পর খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা সাখাওয়াত হোসাইনকে দেখতে যান আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার হারুন আর রশীদ, জেলা সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফেজ আবদুল্লাহ যোবায়ের, মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা রিয়াদ আল আসাদী-সহ স্থানীয় খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস ও শ্রমিক মজলিস নেতৃবৃন্দ।
এসময় অসুস্থ মাওলানা সাখাওয়াত হোসাইনের দ্রুত আরোগ্যের জন্য উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারো দুয়া- মুনাজাত করেন আমীরে মজলিস।