শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ঢাকা, ১ জুন ২০২৪: খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ
বলেছেন, ইসলাম বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও- আন্দোলনে সবাইকে
ঝাঁপিয়ে পড়তে হবে। জগদ্দল পাথরের মত জাতির ঘাড়ে চেপে বসা জুলুমবাজ সরকার
পতনের জন্য ময়দানে ঐক্য গড়ে তুলতে হবে। খেলাফত মজলিস আয়োজিত ‘জাতীয় সংকট
: উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা
বলেন।
আজ সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আমীরে
মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে
স্বাগত বক্তব্য পেশ করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিলের
পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচনা পেশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বাংলাদেশ জামায়াতে
ইসলামীর এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, খেলাফত
মজলিস নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের
প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আঁকন, সুপ্রীম কোর্ট বার
এসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জমিয়তে উলামায়ে
ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের
সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য
মাওলানা আবু তাহের জেহাদী, ঢাকা সিটি কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সাবেক
চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান
ডা: মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু,
বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, ডেইলী
নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, শাইখুল হাদীস পরিষদ
সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মুসলীম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের,
সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট একেএম বদরুদ্দোজা, সাবেক সহকারি
এটর্নি জেনারেল এডভোকেট শেখ রেজাউল করিম, নেজামে ইসলামী পার্টির মহাসচিব
মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন, লড়াই ছাড়া কোন
কিছু অর্জন হয় না। জালেমের সাথে কোন আপোষ হবে না। পাতানো নির্বাচন দিয়ে
এই সরকারের পতন হবে না। আন্দোলনের ডাক দিতে হবে। ময়দানে ঐক্য হবে।
হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংকটের শুরু ২০০৭ সালের ২২ জানুয়ারি
নির্বাচন বানচালের মধ্য দিয়ে। এই সংকট দেশের বাইরে থেকে সৃষ্টি করা
হয়েছে। দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতে বাইরের শক্তি ষড়যন্ত্র করছে। এই
অবস্থা থেকে দেশ ও জাতীকে মুক্ত করতে হবে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের মূল সমস্যা হচ্ছে আওয়ামীলীগ।
ব্যাংকগুলোতে আওয়ামীলীগের লোক নিয়োগ দেয়ার কারণে লুট হয়ে গেছে। আমাদের
আহŸানে নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। এটা বিরোধী শক্তির বড় বিজয়।
পরনির্ভরশীল এই সরকারকে এই মুহূর্তে হটাতে হবে।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, কালক্ষেপণ না করে আন্দোলনের যথাযথ
কর্মকৌশল ঠিক করে এগুতে হবে। সকল দ্বিধা-দ্ব›দ্ব পরিহার করতে হবে।
নুরুল হক নুর বলেন, দেশের প্রধান সংকট রাজনৈতিক। সেখান থেকে অর্থনৈতিক,
সামাজিক ও সাংস্কৃতি সহ সকল সংকট সৃষ্টি হয়েছে। নৈতিক মূল্যবোধ বিবর্জিত
জনগোষ্ঠী সৃষ্টি হচ্ছে। ভারত কখনো বাংলাদেশের ভালো বন্ধু ছিল না।
রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। আলেম-উলামাদের পক্ষ
থেকে জাতীর এই ক্রান্তিলগ্নে ডাক আসতে হবে। তত্ত¡াবধায়ক সরকার ছাড়া কোন
নির্বাচন সম্ভব নয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুর
রব ইউসুফি, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড:
মোস্তাফিজুর রহমান ফয়সল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান,
মাস্টার আবদুল মজিদ, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, সমাজকল্যাণ
সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, তাওহীদুল
ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ডা: আবদুর রাজ্জাক, মুহাম্মদ
সিরাজুল ইসলাম, মুফতি আবদুল হক আমিনী, জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, ডা:
বোরহান উদ্দিন সিদ্দিকী, এডভোকেট শায়খুল ইসলাম, মাওলানা মুশাহিদ আলী,
অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা আহমদ বিলাল, সাইফ উদ্দিন আহমদ
খন্দকার, মাওলানা নেহাল আহমদ, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক
প্রমুখ।
বৈঠকে ‘জাতীয় সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক একটি লিখিত প্রবন্ধ উপস্থাপন করা হয়।