শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে তাঁদের নিরস্ত্র করে টেকনাফের হোয়াইক্যং এলাকায় বিজিবির সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে।
এর আগে দুপুরে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তাঁরা দেশে ঢুকে পড়েন। এ নিয়ে বিজিপির মোট ৩২৭ সদস্য আজ পর্যন্ত দেশে ঢুকেছেন।
এ বিষয়ে আজ দুপুরে টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পালিয়ে আসা বিজিপি সদস্যদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে। বর্তমানে তাঁরা সবাই হোয়াইক্যং বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন।
আজ বেলা দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত ফাঁড়ির সামনে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যদের পাহারায় মিয়ানমারের বিজিপির সদস্যরা বাংলাদেশ অংশে প্রবেশ করছেন। আশপাশে শত শত লোকজনের ভিড়।
মিয়ানমারের বিজিপির সদস্যদের বেশ কয়েকজনের গায়ে ইউনিফর্ম রয়েছে। কয়েকজন রয়েছেন হাফপ্যান্ট পরিহিত। বেশির ভাগেরই হাত ও পায়ে কাদার দাগ।
এর আগে গত সোম ও মঙ্গলবার বিজিপির ২৬৪ সদস্য বাংলাদেশে ঢুকেছেন।
বর্তমানে তাঁরা বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁদের মিয়ানমারে পাঠানোর বিষয়ে সরকারের আলোচনা চলছে। প্রথম আলো