শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
দেশ জাতি ও ইসলামের স্বার্থে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে হবে: মাওলানা আবদুল বাছিত আজাদ
ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৩: মাওলানা আবদুল বাছিত আজাদ খেলাফত মজলিসের আমীর নির্বাচিত হয়েছেন। সংগঠনের মরহুম আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত আমীরে মজলিসের দায়িত্ব পালন করছিলেন। খেলাফত মজলিসের আমীরে মজলিস উপ-নির্বাচনে ২০২৩-২৪ সেশনের বাকী সময়ের জন্য সারাদেশের সদস্য ও মজলিসে শূরা সদস্যদের গোপন ভোটে তিনি আমীরে মজলিস নির্বাচিত হন। আজ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আমীরে মজলিস উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক কাজী মিনহাজুল আলম। বৈঠকে নবনির্বাচিত আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
নবনির্বাচিত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ তাঁর বক্তব্যে বলেন, দেশ জাতি ও ইসলামের স্বার্থে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে হবে। দেশের চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন-সহ খেলাফত মজলিসের ৮ দফা দাবী আদায়ে ময়দানে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সারাদেশের থানা-উপজেলায় সমাবেশ ও আগামী ১৪ অক্টোবর ঢাকার মহাসমাবেশ বাস্তবায়নে সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
গতকাল ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক- এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন আহমদ, ডা: আসাদুল্লাহ, মাওলানা আবদুল হক আমিনী, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, সহ- দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজীজুল হক, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, হাফেজ মাওলানা নূরুল হক, মাওলানা ফিরোজ আহমদ সিরাজী, হাজী নূর হোসেন, মুফতি আজীজুল হক প্রমুখ।