বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

দুই বাংলার জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
সমরেশ মজুমদার একাধারে নাটক, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, গোয়েন্দাকাহিনী ও কিশোর উপন্যাস লেখক ছিলেন। মানব জীবনের বিচিত্র অভিজ্ঞতার রসায়ন প্রকাশ পায় তার লেখায়। বিশেষত তার উপন্যাসগুলোর বিষয়বস্তু, রচনার গতি ও গল্প বলার স্টাইল পাঠকের কাছে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 

পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের পটভূমিতে ত্রয়ী উপন্যাস ‘কালবেলা’, ‘কালপুরুষ’, ‘উত্তরাধিকার’ লিখেছিলেন সমরেশ মজুমদার। এ ছাড়া ‘সাতকাহন’, ‘গর্ভধারিণী’, ‘অর্জুন’, ‘মেজরের অ্যাডভেঞ্চার’সহ তাঁর বহু উপন্যাস দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছিল।

সাহিত্য একাডেমি পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন সমরেশ মজুমদার।

আরো পড়ুন ...