শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

গণতন্ত্র মঞ্চ ছাড়লো গণঅধিকার পরিষদ, সক্রিয় থাকবে যুগপৎ আন্দোলনে

গণতন্ত্র মঞ্চ ছাড়লো গণঅধিকার পরিষদ। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদ বের হয়ে আসছে। এখন থেকে অন্যান্য দলগুলোর সঙ্গে একযোগে যুগপৎ কর্মসূচি পালন করা হবে। তবে কোনো জোটের সঙ্গে আমরা যাচ্ছি না।  

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির দপ্তর সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামান জানান, সভায় ভোটারবিহীন সিটি করপোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে জনগণের সঙ্গে প্রহসনের নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।  এ ছাড়া সভায় সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ জানান কেন্দ্রীয় নেতারা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১২ই মে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি। মানব জমিন

আরো পড়ুন ...