শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক প্রফেসর ডা: রিফাত হোসেন মালিকের মা সাজেদা খাতুন আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে যান। আজ বাদ আসর জানাজা শেষে চুয়াডাঙ্গা জেলা শহরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
খেলাফত মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক প্রফেসর ডা: রিফাত হোসেন মালিকের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয়
মরহুমার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বাণী