শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

সৌদিতে দানের সংস্কৃতি: প্রথম রাতেই ৪৭০ মিলিয়ন রিয়াল সংগ্রহ


সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যথাক্রমে ৪০ মিলিয়ন রিয়াল (১০.৭০ মিলিয়ন ডলার) ও ৩০ মিলিয়ন রিয়াল দান করার মাধ্যমে তৃতীয় জাতীয় দাতব্য কাজ অভিযান শুরু করেছেন।

বাদশাহ অনুমোদন দেয়ার পর সোমবার রাত ১১টায় এই অভিযান শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সংগ্রহ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ৪৭০ মিলিয়ন সৌদি রিয়ালে।

ন্যাশনাল প্লাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্কের (এহসান) প্রধান নির্বাহী ইব্রাহিম বিন আবদুল্লাহ আল-হোসাইনি শেষ ১০ রমজানে চলা এই কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে দান সংগ্রহ করা হবে।

এই প্রক্রিয়ায় সৌদি এনার্জি জায়ান্ট আরামকো দান করেছে ৩০ মিলিয়ন রিয়াল, রিয়াল এস্টেট ডেভেলপার রোশন দিয়েছে ২৫ মিলিয়ন রিয়াল, জরির ইনভেস্টমেন্ট দিয়েছে আরো ২০ মিলিয়ন রিয়াল। আর সৌদি ন্যাশনাল ব্যাংক, এসএবিআইসি ১৫ মিলিয়ন রিয়াল করে দিয়েছে।

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো দেশজুড়ে দানের সংস্কৃতি জোরদার করা এবং সমস্যায় থাকা সম্প্রদায় ও লোকদের সহায়তা করা। এটি সৌদি ভিশন ২০৩০-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

সূত্র : আরব নিউজ

আরো পড়ুন ...