শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
গত ০৭ এপ্রিল ২০২৩ শ্রমিক মজলিস কর্তৃক আয়োজিত ইনসাবভিত্তিক অধিকার কায়েমের লক্ষ্যে শ্রমিক সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবুল কালাম ও সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহম্মদ আবদুল জলিল।
অন্যান্য সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’র প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি এ এ এম ফয়েজ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মন্টু, জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মোঃ বাচ্চু মিয়া, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস,রাশেদুল ইসলাম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি আলহাজ হারুনুর রশীদ, গণ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, শ্রমজীবী পরিষদের আহবায়ক নূর আহমদ সেলিম, নির্বাহী সদস্য মোঃ রবিন হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মোস্তাফা কামাল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও-এর সভাপতি সোলায়মান সিকদার নয়ন, ইসলামী যুব মজলিসের যুগ্ম-সচিব এডভোকেট শায়খুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নূর মোহাম্মদ, মোফাচ্ছের ফাউন্ডেশন বাংলাদেশের আহবায়ক মুফতী আবদুল হক আমীনি, ইসলামী যুব মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণের আহবায়ক জামিরুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সেলের সদস্য শাহ শিহাব উদ্দিন প্রমূখ।
সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের সহ-সভাপতি আলহাজ আমীর আলী হাওলাদার, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ হেলাল উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শহীদুল মুনীর, মোঃ ইব্রাহিম খলিল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ ইউনুস আলী, উত্তরের সেক্রেটারি মাওলানা আতাউল হক, বৃহত্তর উত্তরা অঞ্চলের সভাপতি সাবের হোসেন প্রমূখ।
ইফতার মাহফিলে শ্রমিকদের ২০ রমজানের মধ্যে যাবতীয় বকেয়াসহ বেতন প্রদান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের যথাযত কারণ বের করার জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও যথাসময়ে রিপোর্ট পেশ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের পূর্বে যথাযত ক্ষতিপূরণ প্রদান, ঋণ মওকুফ, বিনা সুদে ঋণ প্রদান ও ভবিষ্যতে নির্মিতব্য বিল্ডিংয়ে চলমান ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্ধের দাবী জানান। মাহফিলে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা হাজী নূর হোসেন।