শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
গুরুতর অসুস্থ হয়ে গত কয়েকদিন যাবৎ গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিকিৎসকের বরাত দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা জানান।
আধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) বলেন,‘ ওনাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। সবদিক থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি ভালোর দিকে নয়। গত চার দিনেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চোখ খুলছেন, তবে সেটি স্বাভাবিকভাবে না। অর্ধচেতন বলতে যেমনটা বুঝায়।
এর আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোমবার (১০ এপ্রিল) বেলা ১২টায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। ।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় রোববার (৯ এপ্রিল) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী।
জাফরুল্লাহর শেষ ইচ্ছা, গণস্বাস্থ্য কেন্দ্রই তিনি চিকিৎসা নিয়ে জীবনের শেষ সময় পাড়ি দিতে চান। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তাব করা হলেও তিনি না করে দিয়েছেন। আমাদের সময়