শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডে দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প

সোমবার (২৪ এপ্রিল) ভোরে প্রশান্ত মহাসাগরে এক প্রত্যন্ত অঞ্চলে রিখটার স্কেলের ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামীর কোন আশংকা নেই। আল-আরাবিয়া

ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো কেরমাডেক দ্বীপপুঞ্জ। এটি নিউজিল্যান্ড থেকে ৯০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। মাটির ৪৯ কিলোমিটার গভীরে এ ভুমিকম্প উৎপত্তি হয়। ইউএস জিওলোজিক্যাল সার্ভে(ইএসজিএস) একথা জানায়।

প্রশান্ত মহাসাগরীয় সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে হাওয়ায় বা বৃহত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামী হওয়ার কোন আশংকা নেই।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরী অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে যে, ভূমিকম্পের প্রভাব নিউজিল্যান্ডের পড়তে পারে। উপকুল এলাকার লোকরা যদি দীর্ঘ বা শক্তিশালী কম্পন অনুভব করেন তাহলে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কেরমডেক দ্বীপপুঞ্জ হচ্ছে জনবসতিহীন দ্বীপমালা। 

আরো পড়ুন ...