শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঢাবি অধ্যাপক ইমতিয়াজকে অব্যাহতি, নতুন পরিচালক নিয়োগ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ- এর পরিচালক পদ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার তাকে এই নিয়োগ প্রদান করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিভিন্ন মহল।

আরো পড়ুন ...