শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ভারতে মন্দিরের কুপ বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ভারতের মধ্যাঞ্চলে মন্দিরের একটি কুপ বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়েছে। লোকজন কুপের অভ্যন্তরে পড়ে এ মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা একথা জানান। আল-জাজিরা

গত বৃহস্পতিবার মধ্য প্রদেশের ইন্দোরের একটি হিন্দু মন্দিরে রাম নবোমির উৎসবে লোকজন যোগদান করেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার ইন্দোর জেলা ম্যাজিস্ট্রেট জানান, ৩৫ জনকে মৃত এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য ১৬ জন আহত হয়েছেন।

কুপের পানি সেচে ফেলার পর উদ্ধার কর্মীরা তাতে নেমে রশি ও মইয়ের সাহায্যে মৃতদেহগুলো উদ্ধার করেন। ১৪০ জন উদ্ধার কর্মী উদ্ধার তৎপরতায় অংশ নেন। মন্দির কর্তৃপক্ষ কয়েক বছর আগে কুপটি ব্যবহার বন্দর করে দেয়। এবং এর মুখ গ্রিল ও টাইলস দিয়ে বন্ধ করে দেয়। আমাদের সময়

আরো পড়ুন ...