চলতি বছর দেশে আক্রান্তের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। প্রতিদিনই মৃত্যুর সংবাদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।