ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই নিজ রাজ্যে নতুন নির্দেশনা জারি করলেন পারভেজ ইলাহি। সেখানকার বিয়েতে ‘খতমে নবুয়ত প্রতিশ্রুতি ফরম’ ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার জিও টিভি জানায়, নতুন মুখ্যমন্ত্রীর ওই নির্দেশনায় বলা হয়েছে, বিয়ের সময় বর-কনে উভয়কেই ওই প্রতিশ্রুতি ফরমে স্বাক্ষর করতে হবে। এজন্য নিকাহ রেজিস্ট্রারদের কাছে ‘খতমে নবুয়ত প্রতিশ্রুতি ফরম’ পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।
মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি বলেন, নিকাহনামায় খতমে নবুয়তের ওপর ঈমান আনার প্রতিশ্রুতির বিষয়টি অন্তর্ভুক্ত হওয়ায় জাতিকে মোবারকবাদ জানাই।
নিকাহ রেজিস্ট্রারদের কাছে খুব শিগগির ‘খতমে নবুয়ত প্রতিশ্রুতি ফরম’ পৌঁছে না দিলে সংশ্লিষ্টরা শাস্তির সম্মুখীন হবেন বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। একইসাথে রেজিস্ট্রাররা যদি ওই ফরম ব্যবহার না করেন, তাহলে প্রতিবারের জন্য একমাস কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে বলে জানান পারভেজ ইলাহি।
সূত্র : জিও টিভি