ঢাকা: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রণিল বিক্রমাসিংহে। ইউএনপি দলের নেতা রণিল বিক্রমাসিংহে আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় শপথ নেন। এ খবর দিয়েছে ডেইলি মিরর।
এতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রণিল। গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে পদত্যাগ করলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনিবার্য হয়ে যায়। তবে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে বিভক্ত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলো। সেই অচলাবস্থা ভাঙার চেষ্টা করেন প্রেসিডেন্ট গোটাবাইয়া। জানা গেছে, শপথ গ্রহণের পর কলোম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন রণিল বিক্রমাসিংহে। এরপর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।