ঢাকা: ক্ষমতসীন পাকিস্তান তেহরিকে ইনসাফে (পিটিআই) বিদ্রোহে রাস্তায় বিক্ষোভ দেখা দিয়েছে। বিদ্রোহী পার্লামেন্ট সদস্যদের মধ্যে আছেন মালিক আহমেদ হাসান দেহার। তার এমন পল্টি খাওয়ায় পিটিআই কর্মীরা সমবেত হন তার বাড়ির বাইরে। অন্যদিকে পিটিআইয়ের আরেক ভিন্ন মতাবলম্বী নূর আলম খানের বাসভবনের বাইরে অবস্থান নেন বিরোধী দল জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেইউআইএফ) নেতাকর্মীরা। তারা নূর আলম খান ও তার পরিবারকে নৈতিক সমর্থন দেয়ার প্রত্যায় ঘোষণা করে বিক্ষোভ করেন।
এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, পার্লামেন্ট সদস্য মালিক আহমেদ হাসান দেহারের মুলতানের নাঙ্গানা চকে বাড়ির বাইরে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে বিক্ষোভ করছিলেন পিটিআই সমর্থকরা। এ সময় তারা নানা রকম স্লোগান দিচ্ছিলেন। অন্যদিকে দৃশ্যত প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে ভোট দেয়ার পক্ষে আছেন পার্লামেন্ট সদস্য রানা কাসিম নূন। বিক্ষোভকারীরা এই দুই পার্লামেন্ট সদস্যের পোস্টারে আগুন দিয়েছে।
পিটিআইয়ের প্রাদেশিক পরিষদের সদস্য নাদিম কুরেশি খালিদ জাভেদ ওয়ারিয়াচ প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন। নাদিম কুরেশি মিডিয়াকে বলেছেন, ভিন্ন মতাবলম্বীদের অবশ্যই পাবলিক সেন্টিমেন্টে আঘাত দেয়া উচিত নয়।
এভাবে পল্টি খাওয়া সদস্যদেরকে অবশ্যই পদত্যাগ করে পিটিআই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। না হলে জনগণের রায় মেনে নিতে হবে। ওদিকে পার্লামেন্ট সদস্য মালিক আহমেদ হাসান দেহারের বাড়ির যাতে কোনো ক্ষয়ক্ষতি হতে না পারে সেজন্য তার সমর্থকরা লাঠিসোটা হাতে সেখানে অবস্থান নিয়েছেন। তারা তাদের নেতার পক্ষে স্লোগান দিচ্ছিলেন।
ওদিকে পিটিআইয়ের পার্লামেন্ট সদস্য নূর আলম খানের প্রতি সংহতি প্রকাশ করে তার বাসভবনের বাইরে র্যালি করেছেন জেইউআইএফের কর্মীরা। দলটির নিরাপত্তা বিষয়ক শাখার আনসারুল ইসলাম এবং জেইউআইএফের বেশ কিছু কর্মী জড়ো হন তার বাড়ির সামনে এবং তার সমর্থনে তারা স্লোগান দিচ্ছিলেন। এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক মন্ত্রী আসিফ ইকবার দাউদজাই, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য খালিদ ওয়াকার চামকানি এবং দলের অন্য নেতারা। দলটির প্রাদেশিক মুখপাত্র আবদুল জলিল জান বলেছেন, নূর আলম খানের প্রতি সংহতি ও তাকে নৈতিক সমর্থন দিতে এই র্যালি আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, নূর আলম খানকে দল নিশ্চিত করতে চায় যে, তিনি এবং তার পরিবারকে বিচ্ছিন্ন বা নিঃসঙ্গ রাখবে না দল। নূর আলম খান পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক একজন সদস্য। ২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে যোগ দেন পিটিআইয়ে।
ওদিকে রাজধানী ইসলামাবাদে অবস্থিত সিন্ধু হাউজে পার্লামেন্ট সদস্য ওয়াজিহা আকরামকে দেখা যাওয়ার পর পরই শুক্রবার লাহোরে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন পিটিআই কর্মীরা।