
শোক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উলামা বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি নোয়াখালীর প্রসিদ্ধ আলেম মাওলানা হারুনূর রশীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা হারুনূর রশীদের ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। একজন প্রথিতযশা আলেম হিসেবে দ্বীনের প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আমৃত্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নেতৃদ্বয় মরহুম মাওলানা হারুনূর রশীদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া খেলাফত মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা রুহুল আমীন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন মরহুম মাওলানা হারুনূর রশীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।