খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের দীর্ঘ দিনের অফিস সহকারী (খাদেম) আবদুল মালেকের ইন্তিকালঃ আমীরে মজলিস ও মহাসচিবের শোক প্রকাশ

এদিকে মুহাম্মদ আবদুল মালেকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মরহুম আবদুল মালেক দীর্ঘ ৩ যুগের অধিক সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় দফতরে খাদেম হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তিনি খেলাফত প্রতিষ্ঠার কাজকেই জীবনের মিশন হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি একজন বিশ্বস্ত ও আমলদার ব্যক্তি ছিলেন।
প্রদত্ত শোক বাণীতে নেতৃদ্বয় মরহুম আবদুল মালেকের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।