শনিবার, ৫ অক্টোবর ২০২৪
লেবাননে পেজার বিস্ফোরণে শত শত হিজবুল্লাহ সদস্য আহত হয়েছে। বৈরুত-সহ লেবাননের বিভিন্ন স্থানে এ বিস্ফোবণের ঘটনা ঘটে। আহতদের জন্য দেশবাসীর কাছে জরুরীভাবে রক্ত দানের আহ্বান জানানো হয়েছে। হিজবুল্লাহ সদস্যরা পারস্পরিক যোগাযোগের জন্য এ পেজার যন্ত্র ব্যবহার করে থাকে। মোবাইল ফোনের বিকল্প হিসেবে এ ডিভাইসটি ব্যবহার করা হয়। বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করা হচ্ছে। পেজার বিস্ফোরণের ঘটনা ইসরাইল- হিজবুল্লাহ যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। শুধু তাই নয় এটা একটি ব্যতিক্রমি হামলার ঘটনা।
হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সবাইকে স্মর্ট ফোন ব্যবহার না করা জন্য আহ্বান জানানো হয়েছে। এ